About Us

/assets/mango-55cfd21f.png
/assets/about-feature-1-cb68e32c.png

“Assertively target market Lorem ipsum is simply free consectetur notted elit sed do eiusmod” George Scholll

শতভাগ নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদান

বিশুদ্ধ পণ্য আপনার অধিকার -
আমাদের দায়িত্ব তা সরবরাহ করার।

সুস্থ্য জীবন সব শ্রেণীর মানুষের একটা চাওয়া; যার মূলমন্ত্র হলো ভালো খাবার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা নিরাপদ খাদ্য, অর্গানিক খাদ্য, ভেজাল মুক্ত ও হোম-মেইড খাদ্য সরবরাহে সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই পণ্যের মান বা কোয়ালিটিতে আমরা ছাড় দেয় না যদিও দাম একটু বেশী হয়।

/assets/hand-icon-20322b30.svg

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য হল মানসম্মত, স্বাস্থ্যকর এবং নিরাপদ খাদ্য সর্বোত্তম ‍উপায়ে সংগ্রহ করে তা নিরাপদ খাদ্য প্রেমী মানুষের জন্য সরবরাহ করা। এবং মানুষকে ভেজালের ‍বিরুদ্ধে সচেতন করা।

/assets/hand-icon-20322b30.svg

আমাদের সার্ভিস

দেশী-বিদেশী অর্গানিক পণ্য, ন্যাচারাল পণ্য, হোম-মেইড পণ্য, ভেষজ পণ্য ইত্যাদি।

কেন আমরা?

আমরা কোন ওপেন মার্কেট বা
কোন পাইকার থেকে পণ্য ক্রয় করি না।

আমাদের প্রতিটা পণ্য সরাসরি মাঠ পর্যায় থেকে, উৎপাদক ও আমদানিকারক থেকে সংগ্রহ করা। মধ্যবর্তী কোন মাধ্যম না থাকাই আমরা যাচাই-বাছাই করে উৎকৃষ্ট মানের পণ্য নির্বাচন করতে পারি ।

/assets/hand-icon-20322b30.svg
সহজ অর্ডার

আমাদের কাছে অগ্রিম কোন জামানত ছাড়াই অর্ডার করতে পারবেন। এবং ডেলিভারিম্যান থাকা অবস্থায় পণ্য চেক করে নেওয়ার সুবিধা পাবেন।

/assets/hand-icon-20322b30.svg
স্বচ্ছ রিটার্ন পলিসি

আমাদের পণ্যের মেয়াদ থাকাকালীন পণ্যে কোন প্রকার ত্রুটি দেখাদিলে সাথে সাথে রিটার্ন করে নতুন পণ্য দেওয়া হবে।

/assets/hand-icon-20322b30.svg
নির্ভেজাল পণ্যের নিশ্চয়তা

আমরা দায়িত্ব নিয়ে পণ্য সংগ্রহ ও উৎপাদন করে থাকি। পণ্যে ভেজালতো দূরে থাক গুণগত মানসম্মত না হলে পণ্য সরবরাহ করি না।

/assets/hand-icon-20322b30.svg
তথ্যের নিরাপত্তা

আপনার প্রদত্ত প্রতিটি তথ্যের গোপণীয়তা রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।

/assets/about-feature-2-e196ec24.png